Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
'মাটি ও পানি: জীবনের উৎস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মংগলবার (৫ ডিসেম্বর) নরসিংদীতে উদযাপন করা হয়েছে ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩’।
বিস্তারিত


'মাটি ও পানি:  জীবনের উৎস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মংগলবার (৫ ডিসেম্বর) নরসিংদীতে উদযাপন করা হয়েছে ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩’।

সকাল ১০টায় জেলা প্রশাসক ড. বদিউল আলম এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে  জীবনের জন্য মৃত্তিকা ও পানির গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নরসিংদী’র  উপপরিচালক মো: আজিজুর রহমান।

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ‘মৃত্তিকা ও পানি জীবনের উৎস’প্রতিপাদ্য বিষয়ে  এবং মৃত্তিকা ও পানির স্বাস্থ্য রক্ষা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন নরসিংদীস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন ড. মোঃ আসাদুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, শিবপুর, নরসিংদী; ড. সৈয়দ মোঃ মিজানুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র শিবপুর নরসিংদী,  নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম,  প্রমুখ।

বক্তরা মাটির স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানান। মাটির স্বাস্থ্য রক্ষা, মাটি ও পানির সঠিক ব্যবস্থাপনা, অপচয় রোধ, সারের সুষম ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। মাটি পরীক্ষা করে মাটির পুষ্টি গুণাগুণ জানা ও মাটিকে অবহেলা না করে, সুষম সার ব্যবহারের উপর আলোকপাত করেন।

 সার ব্যবহার করতে হবে পরিমিতভাবে। এখানে উল্লেখ্য যে, ১৯৭১ সালে আমাদের চাষযোগ্য জমি ছিল ২ কোটি ১৭ লাখ হেক্টর। খাদ্য উৎপাদন হতো ১ কোটি ১০ লক্ষ। বর্তমানে চাষযোগ্য জমি কমে ৮৮ লক্ষ ২৯ হাজার হেক্টর হয়েছে। কিন্তু খাদ্য উৎপাদন বেড়ে ৩ কোটি ৪৬ লক্ষ টনে পৌছেছে। এখানে আমাদের কৃষি বিশেষজ্ঞদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। যদি জমি না কমতো তা হলে ফসল অনে বেড়ে যেতো।

সভাপতির ভাষণে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুম বলেন, মাটি ও পানির  স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে নেতিবাচক দায়ী বিষয়গুলোর  প্রতীকার আমাদেরকে যৌথভাবে করতে হবে। সে ক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না। আবার কম সারও ব্যবহার করা যাবে না। তিনি বলেন, মাটি ও পানি সম্পদের গুরুত্ব কৃষকদের বোঝাতে হবে। কৃষকরা যেন অতিরিক্ত সার ব্যবহার করতে না পারে সে জন্য কৃষকদের সচেতন করতে হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
06/12/2023
আর্কাইভ তারিখ
31/12/2024